লিনাক্স স্ক্রীন(screen) কমান্ড
লিনাক্স স্ক্রীন চিটশীট
স্ক্রীন কি?
লিনাক্স টার্মিনালের একটা প্রগ্রাম চালু করে টার্মিনাল থেকে বের হয়ে গেলেও প্রোগ্রাম বন্ধ হবে না, এমন একটা টুলস।
কি কাজে লাগে?
সার্ভারে কাজ করার সময়, অনেক সময় বিভিন্ন জিনিষ সাময়িক সময়ের জন্য চালু করে রেখে দিতে চাই।
ইন্সটলেশন
sudo apt-get update
sudo apt-get install screen</pre>
ভার্সন দেখা Ctrl-a v
হেল্প দেখা Ctrl-a ?
স্ক্রীনে নতুন উইন্ডো তৈরি করা Ctrl-a c
উইন্ডো পরিবর্তন করা Ctrl-a n
// এখানে n = 0 থেকে শুরু …
আগের উইন্ডোতে ফিরে আসা Ctrl-a p
কতগুলা উইন্ডো আছে তা দেখা Ctrl-a w
স্ক্রীন থেকে বের হয়ে আসা ( প্রোগ্রাম চালু থাকবে) বা ডিটাচ Ctrl-a d
সেশনে থাকা অবস্থায় পুনরায় স্ক্রীনে ফেরত যাওয়া বা রিএটাচ screen –r
আবার স্ক্রীনে যাওয়া
১। লিস্ট দেখা screen –ls
২। নাম্বার দিয়ে রিএটাচ screen –r 1835
বিস্তারিত
https://www.digitalocean.com/community/tutorials/how-to-install-and-use-screen-on-an-ubuntu-cloud-server